সকল মেনু

ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান সিআইপি সম্মাননা পেলেন

স্টাফ রিপোর্টার: ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের রপ্তানি ও বাণিজ্যে বিশেষ অবদানের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি বা সিআইপি সম্মাননা পেয়েছেন।

রোববার, ২৫ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সিমেন্ট খাতে বাংলাদেশে একমাত্র ক্রাউন সিমেন্টেরই রয়েছে তিনবার জাতীয় রপ্তানি পদক অর্জনের গৌরব এবং ২০ বছর যাবত রপ্তানির শীর্ষ স্থান ধরে রেখেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top