Homeকোম্পানি সংবাদপ্রগ্রেসিভ লাইফ পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

প্রগ্রেসিভ লাইফ পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

স্টাফ রিপোর্টার: প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একইসঙ্গে কোম্পানিটির পর্ষদে পাঁচ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে (বিএসইসি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বতন্ত্র এই পাঁচ পরিচালকের মধ্যে রয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসাইন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. জামিল শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাজরিনা ফারাহ এবং এইচটিসি লিমিটেডের চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী।

বিএসইসির তদন্তে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বেশকিছু অনিয়মের তথ্য উঠে আসার প্রেক্ষিতে কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত