সকল মেনু

রানারের নো ডিভিডেন্ট অনুমোদন

রানার অটোমোবাইলস লিমিটেডের ২৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগন ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ০ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএম এ এটি অনুমোদন দেয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ার হোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর চৌধুরী।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান, সভায় উপস্থিত ছিলেন, সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডার গন। রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এর দিকনির্দেশনামূলক বক্তব্যবের মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top