সকল মেনু

৬৫ শতাংশ আইপিও তহবিল ব্যয় করেছে লুব-রেফ

স্টাফ রিপোর্টার: জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকার তহবিল সংগ্রহ করে। এরমধ্যে, গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ অর্থ ব্যয় করেছে কোম্পানিটি।

আইপিও তহবিল ব্যয়সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লুব-রেফ।

কোম্পানির প্রসপেক্টাসে দেয়া তথ্যানুোরে, আইপিওর মাধ্যমে সংগৃহীত তহবিলে কোম্পানিটির যন্ত্রপাতি আমদানি ও স্থাপন বাবদ ৯৮ কোটি, ব্যাংকঋণ পরিশোধ বাবদ ৪৬ কোটি ৪ লাখ ৩০ হাজার ২৮২ ও আইপিও প্রক্রিয়ার খরচ বাবদ ৫ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ৭১৮ টাকা ব্যয় করার কথা।

আবার, আইপিও তহবিল ব্যয়সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, যন্ত্রপাতি আমদানি বাবদ কোম্পানিটি গত ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ১০৭ টাকা ব্যয় করেছে। যা এ খাতে বরাদ্দকৃত অর্থের ৪৬ দশমিক ১০ শতাংশ।

আর, ব্যাংকঋণের জন্য বরাদ্দ করা পুরো অর্থই ব্যয় করেছে কোম্পানিটি। তবে, আইপিওর খরচ বাবদ এখনো কোম্পানির ১৫ লাখ ৯৫ হাজার ৩১২ টাকা অব্যবহৃত রয়েছে। যা এ খাতে বরাদ্দকৃত অর্থের ২ দশমিক ৬৮ শতাংশ।

অন্যদিকে, প্রসপেক্টাসে দেয়া তথ্যানুসারে, কোম্পানিটির যন্ত্রপাতি বাবদ বরাদ্দকৃত অর্থ ব্যয়ের সময়সীমা নির্ধারণ করা ছিল গত ফেব্রুয়ারি পর্যন্ত। আলোচ্য সময়ের মধ্যে কোম্পানিটি ৯৭ কোটি ১ লাখ ৯১ হাজার ৭৯৫ টাকা ব্যয় করেছে। আর, অব্যবহৃত রয়েছে ৫২ কোটি ৯৮ লাখ ৮ হাজার ২০৫ টাকা।

পুঁজিবাজারে ২০২১ সালে তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ১ টাকা ২ পয়সা ছিল।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫০ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে যা ৪৯ পয়সা ছিল।

কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেষে পুনর্মূল্যায়িত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩৮ টাকায় দাঁড়িয়েছে। আর, পুনর্মূল্যায়িত ছাড়া যা ৩৩ টাকা ৯৭ পয়সা দাঁড়িয়েছে।

লুব-রেফের অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৪৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। আর, রিজার্ভে রয়েছে ২৬১ কোটি ৫ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি। এরমধ্যে, উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রয়েছে ২৩ দশমিক শূন্য ৪ শতাংশ। বিদেশী বিনিয়োগকারীদের দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার। বাকি ৪১ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুব-রেফের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৫ টাকা ১০ পয়সা। শেয়ারটি দর গত এক বছরে সর্বনিম্ন ৩০ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৫ টাকার মধ্যে ওঠা-নামা করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top