Homeঅনুসন্ধানী প্রতিবেদনআলহাজ টেক্সটাইলে বিনিয়োগকারীর বাড়ল ৯০ টাকা প্রতি শেয়ারে

আলহাজ টেক্সটাইলে বিনিয়োগকারীর বাড়ল ৯০ টাকা প্রতি শেয়ারে

স্টাফ রিপোর্টার : বস্ত্র খাতের আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড দাপটে চলছে। বিশ্ব অর্থনৈতিক মন্দায় দেশের পুঁজিবাজার যখন পতনমুখী, তখন করাল গ্রাস একে স্পর্শ করেনি। পতনের বাজারে স্বাচ্ছন্দে বিরাজ করছে আলহাজ্বের শেয়ার। বছর অন্তর ৯০ টাকা দর বেড়েছে এ কোম্পানির শেয়ারে।

আলহাজ্ব টেক্সটাইল বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে দেখা যায়, দরপতনের সামান্য তরঙ্গ ছাড়া শেয়ারটি বেশ উত্থানে রয়েছে বছরজুড়ে। রোববার (৩১ জুলাই/২০২২) পর্যন্ত এ চিত্র বিরাজমান।

কোম্পানির গেল ১ বছরের শেয়ার লেনদেনের গ্রাফ  অনুযায়ী, ২০২১ সলের ২ আগস্ট এ শেয়ারের সর্বশেষ বা সমাপনী দর ছিল ৪৫ টাকা ৭০ পয়সা। বছর শেষে রোববার (৩১ জুলাই/২০২২) শেয়ারটির সর্বশেষ দর বা ক্লোজিং প্রাইস ছিল ১৩৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ, বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ৯০ টাকা ৭০ পয়সা যোগ হয়েছে বছর শেষে।

আবার, গত ১ মাসের লেনদেনচিত্র অনুযায়ী, মাসের ৬ কর্মদিবস ছাড়া বাকি দিনগুলোতে উত্থানে ছিল আলহাজ্বের শেয়ারদর। শেয়ারটি ৩ জুলাই (২০২২) সর্বশেষ ১২২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। রোববার (৩১ জুলাই) এর সর্বশেষে দর ছিল ১৩৬ টাকা ৪০ পয়সা। অর্থাৎ, ১ মাসে শেয়ারপ্রতি যোগ হয়েছে সাড়ে ১৩ টাকা।

কোম্পানির শেয়ারদর গত ১ বছরে ৪৩ টাকা ৯০ পয়সা থেকে ১৪২ টাকায় ওঠা-নামা করেছে।

শেয়ারমার্কেটে ১৯৮৩ সালে তালিকাভূক্ত আলহাজ্ব টেক্সটাইল ২০২০ সমাপ্ত হিসেব বছর ২ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকা লোকসানে ছিল। তবে ২০২১ সমাপ্ত হিসেব বছর লোকসান কাটিয়ে ৫৭ লাখ ৬০ হাজার টাকা মুনাফায় রয়েছে কোম্পানিটি।

আলহাজ্ব টেক্সটাইলের পর্ষদ সভায় অনুমোদিত ৩য় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ/২০২২ শেষে) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১৮পয়য়সা। আগের বছর একই সময় যা ২০ পয়সা ছিল। এতে ইপিএস কমেছে ২ পয়সা।

আবার, জুলাই/২০২১ থেকে মার্চ/২০২২ পর্যন্ত ইপিএস হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৩৮ পসা। অর্থাৎ, জুলাই থেকে মার্চ প্রান্তিকে ইপিএস কমেছে ৮ পয়সা।

আলোচ্য সময়ে (৩১ মার্চ শেষে) কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৮ টাকা ৯১ পয়সায় দাঁড়িয়েছে। আর, রিজার্ভ ৩ কোটি ৯ লাখ টাকা মাইনাসে রয়েছে।

পাশাপাশি, আলহাজ্বের স্বল্পমেয়াদী ১ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ রয়েছে। আর, দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে ১৩ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। স্বল্প ও দীর্ঘমেয়াদী মিলে ১৫ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা ঋণ রয়েছে কোম্পানিটির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত