Homeঅনুসন্ধানী প্রতিবেদনউড্ডয়নে অনুপযোগী বিমান সচল করতে চারটি সুপারিশ

উড্ডয়নে অনুপযোগী বিমান সচল করতে চারটি সুপারিশ

সিনিয়র রিপোর্টার: ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের উড্ডয়নে অনুপযোগী ১১ বিমান সচল করে বাণিজ্য করতে চারটি দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিমান উড্ডয়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সহযোগিতাসহ চারটি সুপারিশ বাস্তবায়ন জরুরি বলে মনে করে ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ।

উনাইটেড এয়ারের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সুপারিশগুলো হলো— বেবিচক কর্তৃক সমুদয় বকেয়া মওকুফ করে পুনর্জীবিত করার অনুমতি, বিমানবন্দরে পরিত্যক্ত বিভিন্ন অকেজো যন্ত্রাংশ, যানবাহন ইত্যাদি বিক্রি করে প্রাপ্ত অর্থ কোম্পানির পরিচালনা ব্যয় নির্বাহের অনুমতি দেওয়া হোক।

আরো রয়েছে, কোম্পানির পরিত্যক্ত উড়োজাহাজগুলো বিক্রি করতে একটি টেন্ডার কমিটি গঠন এবং বিক্রির ব্যবস্থা করা। সর্বশেষ কোম্পানির রেজিস্টার্ড ও অস্থায়ী অফিসে রক্ষিত মূল্যবান ফাইলপত্র ও অন্যান্য অফিস সামগ্রী উদ্ধারে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করতে নির্দেশনা দিতে হবে।

তবে চার সুপারিশমালার আলোকে কোম্পানির বিশেষ একটি সূত্র জানায়, পরিত্যক্ত ১১টি উড্ডয়ন সম্ভব নয়। মূলত তথ্য গোপন করে নতুন পরিচালনা পর্ষদ এসব বিক্রির করে মুনাফা লুটে নেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ৬ বছর আগে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণ ছিল ব্যবস্থাপনা বা পরিচালনা ফির অভাব। সেই অভাব দুর করতে এখনো কোন চেষ্টা বা পরিকল্পনা নেই।

অন্যদিকে, ইউনাইটেড এয়ারের আমরা মাত্র কয়েকজন কর্মী আছি। আমরা অভুক্ত; বেতন পাই না। সে বিষয়ে কেউ কথা বলেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিত্যক্ত বিমান

উল্লেখ্য, ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) শেয়ার লেনদেনের অপেক্ষায় রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত