Homeডিএসই/সিএসই৬ লাখ শেয়ার বিক্রি করবে মুন্নু সিরামিকের কর্পোরেট উদ্যোক্তা

৬ লাখ শেয়ার বিক্রি করবে মুন্নু সিরামিকের কর্পোরেট উদ্যোক্তা

স্টাফ রিপোর্টার: ছয় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন মুন্নু সিরামিক কোম্পানির মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক কর্পোরেট উদ্যোক্তা। মুন্নু ওয়েলফেয়ারের কাছে ১ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৭৭টি শেয়ার আছে।

ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) এ বিষয়ে জানায়, প্রতিষ্ঠানটির মোট শেয়ার হতে কর্পোরেট উদ্যোক্তা ঘোষণাকৃত ৬ লাখ শেয়ার  ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন।

শেয়ার মার্কেটে ১৯৮৩ সালে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ২৭৫ কোটি ৪১ লাখ টাকা।

মুন্নু সিরামিকের মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৪৮ দশমিক ৩০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১১ দশমিক ৮৪ শতাংশ এবং বিদেশী বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৩৯ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত