স্টাফ রিপোর্টার: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত সোমবার (২৬ ডিসেম্বর/২০২২) রাতে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
ডিএসইর চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন- ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, স্বতন্ত্র পরিচালক ও শেয়ারহোল্ডাররা।
এর আগে চলতি বছরের ২৭ অক্টোবর ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ (শেয়ার প্রতি ৬০ পয়সা) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় পর্ষদ। আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডিএসই।
ডিএসই বাংলাদেশের প্রধান ও প্রথম পুঁজিবাজার। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বাজারটির প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জে অবস্থিত। ডিএসই পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত। ডিএসই আর্টিকেলস অব রুলস অ্যান্ড রেগুলেশন্স অ্যান্ড বাই-লজ, সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯, কোম্পানিজ আইন ১৯৯৪ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ দ্বারা শাসিত হয়ে থাকে।
এর আগে চলতি বছরের ২৭ অক্টোবর ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ (শেয়ার প্রতি ৬০ পয়সা) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় পর্ষদ। আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডিএসই।
এজিএমে লভ্যাংশ অনুমোদন হয়েছে বলে জানান- ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী।
তথ্য মতে, ২০২১-২২ অর্থ বছরে ডিএসইর কর পরবর্তী মুনাফা হয়েছে ১২৪ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৭৮৫ টাকা। আগের বছর একই সময় করপরবর্তী মুনাফা হয়েছিল ১১৩ কোটি ৪০ লাখ টাকা। এতে আগের তুলনায় ডিএসইর মুনাফা বেড়েছে প্রায় ১১ কোটি টাকা। যেকারণে সমাপ্ত অর্থ বছরে ডিএসইর শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৯ পয়সা। আগের বছর যা ৬৩ পয়সা ছিল।
পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত দেশের প্রথম ও প্রধান পুঁজিবাজার ডিএসই ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। রাজধানীর নিকুঞ্জে অবস্থিত বাজারটির প্রধান কার্যালয়।
উল্লেখ্য, আর্টিকেলস অব রুলস অ্যান্ড রেগুলেশন্স অ্যান্ড বাই-লজ, সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯, কোম্পানিজ আইন ১৯৯৪ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ দ্বারা পরিচালিত হয়ে থাকে ডিএসই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।