সকল মেনু

সেরার স্বীকৃতি উদযাপন করলো সি পার্ল বিচ রিসোর্ট

সিনিয়র রিপোর্টার: বিচ-সাইড লাক্সারি রিসোর্টের স্বীকৃতি পেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। পৃথিবীর সেরা পর্যটন খাতের হোটেলগুলো থেকে বাছাই করে প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দিয়েছে গ্লোবাল অর্গানাইজেশন দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস।

বুধবার (১৮ জানুয়ারি) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সি পার্ল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠিানটি তিনটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। সেরা বিচ সাইড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা লাক্সারি স্পা’র অ্যাওয়ার্ড লাভ করেছে। এছাড়া সেরা জেনারেল ম্যানেজার অ্যাওয়ার্ড লাভ করেছেন সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র জিএম আজিম শাহ।

সংবাদ সম্মেলনে গ্রুপ জেনারেল ম্যানেজার আজিম শাহ বলেন, পৃথিবীর মধ্যে সেরা বিচ-সাইড লাক্সারি রিসোর্ট হিসেবে স্বীকৃতি পাওেয়ায় আমি উচ্ছ্বসিত। এ স্বীকৃতি শুধুমাত্র সি পার্লের নয়, পুরো বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য অনন্য স্বীকৃতি। এই অর্জন লাক্সারি রিসোর্ট আমাদের অতিথিদের সেবা প্রদানে দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে তুলবে।

দেশের ভ্রমণপ্রিয় ট্র্যাভেলারদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদেরকে সেরা মানের সেবা প্রদানের মাধ্যমে বিশ্বসেরাদের কাতারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। সেবার মান বৃদ্ধি পাওয়ায় সি পার্ল দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আরও স্বীকৃতি পাবে বলে আশাবাদী আজিম শাহ।

তিনি বলেন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের দক্ষ ব্যবস্থাপনা, চৌকশ মার্কেটিং, সেলস কার্যক্রম, সুদক্ষ মানবসম্পদ উন্নয়ন, আকর্ষণীয় সেবা ও আতিথেয়তা আমাদের ব্যবসায়িকভাবে শক্ত অবস্থা ধরে রাখতে সক্ষম করেছে। আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রম, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, বিভিন্ন কমিটির সদস্যদের সঠিক ও কার্যকরী উপদেশ, পরামর্শ, ব্যবস্থাপনা পরিচালকের সঠিক ও দৃঢ় নেতৃত্ব আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে কেক কেটে অ্যাওয়ার্ড উদযাপন। ছবি- জাকির হোসেন

২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের ইনানী বিচে ২৫ একর জমিতে পাঁচ তারকা হোটেলটি প্রতিষ্ঠিত। বর্তমানে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে। এসব পরিচালনায় প্রায় ৫ শতাধিক কর্মী তৎপর আছেন। আরো একটি রিসোর্ট তৈরির কথাও সংবাদ সম্মেলনে বলা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top