স্টাফ রিপোর্টার: মন্দা বাজারে একটু একটু করে বাড়ছে বেঙ্গল উইন্ডসর কোম্পানির শেয়ারদর। পৌনে চার মাসে শেয়ারটির দর ৬৫ শতাংশের বেশি বেড়েছে। গত অক্টোবরের তৃতীয় সপ্তাহ শেষে দর ২২ টাকা ছিল। গতকাল সোমবার ৩৬ টাকা ৪০ পয়সায় উঠেছে।
এ দর ২০১৮ সালের সেপ্টেম্বরের পর অর্থাৎ সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল দর বেড়েছে সাড়ে ৫ শতাংশ। তবে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পরও দর হারিয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স।


গতকাল ডিএসইতে বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকের প্রায় ১২ লাখ ৬১ হাজার শেয়ার কেনাবেচা হয়েছে, যার বাজার মূল্য ছিল সাড়ে চার কোটি টাকা। দরবৃদ্ধির তালিকায় অবস্থান ছিল পঞ্চম। কোম্পানিটির মুনাফা বা লভ্যাংশ প্রদানের হার খুব বেশি ভালো নয়। তবে সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির মুনাফা সামান্য বেড়েছে।
গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বেঙ্গল উইন্ডসর শেয়ারপ্রতি ৩১ পয়সা নিট মুনাফা করেছে, যা আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ২ পয়সা বেশি। গত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিট মুনাফার পরিমাণ কম ছিল বিধায় কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা কোনো লভ্যাংশ নেননি।
ডিএসইর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দরবৃদ্ধির তালিকার শীর্ষ চার কোম্পানি ছিল- এপেক্স স্পিনিং, এপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম এবং আলহাজ টেক্সটাইল।
এদিকে আগের তিন বছরের ধারাবাহিকতায় ফের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পর রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারদর পৌনে ২ শতাংশ কমে ৬১ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে। কোম্পানিটি ছিল দর হারানোর শীর্ষ পাঁচে। প্রথম থেকে চতুর্থ অবস্থানে ছিল বিজিআইসি, সিলভা ফার্মা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ব্যাংক।


সার্বিক হিসাবে ডিএসইতে ৫৬ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১১৩ শেয়ার ও মিউচুয়াল ফান্ড দর হারিয়েছে এবং অপরিবর্তিত ছিল ১৪৫টির দর। ক্রেতার অভাবে ৭৭ শেয়ার ও ফান্ডের কোনো লেনদেন হয়নি। সিএসইতে এ সংখ্যা ছিল ২৪৭টি।
বেশিরভাগ শেয়ার দর হারালেও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, সি পার্ল হোটেল, বেক্সিমকো ফার্মা, ইউনিক হোটেলের মতো কিছু কোম্পানির শেয়ারদরে ভর করে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৬২৭০ পয়েন্ট ছাড়িয়েছে। তবে লেনদেন ৩৫ কোটি টাকা কমে ৪৩৫ কোটি টাকায় নেমেছে।